গাজাবাসীদের স্থানান্তরের পরিকল্পনা প্রত্যাখ্যান হামাসের

ইসরায়েলের গাজা স্থানান্তর পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের মতে, গাজা শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার এই পরিকল্পনা লাখ লাখ মানুষের জন্য ‘গণহত্যা ও বাস্তুচ্যুতির একটি নতুন ঢেউ’। খবর রয়টার্সের।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা রোববার (১৭ আগস্ট) থেকে যুদ্ধক্ষেত্রের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে দক্ষিণ গাজায় তাঁবু ও অন্যান্য আশ্রয় সরঞ্জাম মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে।
এর জবাবে হামাস এক বিবৃতিতে এই পদক্ষেপকে ‘প্রকাশ্য প্রতারণা’ বলে আখ্যা দিয়েছে। তারা বলেছে, এই পরিকল্পনা দখলদার বাহিনী যে নৃশংস অপরাধ করতে চলেছে, তা ঢাকার জন্য করা হচ্ছে।
ইসরায়েল এই মাসের শুরুতে গাজা শহরের নিয়ন্ত্রণ দখলের জন্য নতুন করে আক্রমণের পরিকল্পনা ঘোষণা করেছিল। এই ঘোষণার পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়, কেননা গাজায় প্রায় ২২ লাখ মানুষ বাস করে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে গাজার এখন পর্যন্ত ৬১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সংঘাতের ফলে গাজার বেশিরভাগ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে ও পুরো উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।