রাশিয়ার দুই শহরে জরুরি অবস্থা জারি

শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়ার পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে।শহরের মেয়র ইভগেনি বেলায়েভ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, “আজকের ভূমিকম্পের কারণে পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কিতে জরুরি অবস্থা কার্যকর হয়েছে।” খবর আল জাজিরার। ইভগেনি বেলায়েভ আরও বলেন, সব জরুরি পরিষেবা উচ্চ সতর্কতায় কাজ করছে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।এই ঘোষণার মাধ্যমে ভূমিকম্প...