রাশিয়ার দুই শহরে জরুরি অবস্থা জারি
শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়ার পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে।শহরের মেয়র ইভগেনি বেলায়েভ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, “আজকের ভূমিকম্পের কারণে পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কিতে জরুরি অবস্থা কার্যকর হয়েছে।” খবর আল জাজিরার। ইভগেনি বেলায়েভ আরও বলেন, সব জরুরি পরিষেবা উচ্চ সতর্কতায় কাজ করছে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।এই ঘোষণার মাধ্যমে ভূমিকম্প...
সর্বাধিক ক্লিক