“কিউবায় ভিখারি নেই” মন্তব্যের জেরে পদত্যাগে বাধ্য হলেন শ্রমমন্ত্রী
কিউবার শ্রমমন্ত্রী মার্তা এলেনা ফেইতো কাব্রেরা এক বিতর্কিত মন্তব্যের জেরে পদত্যাগে বাধ্য হয়েছেন। তিনি দাবি করেছিলেন, কিউবায় কোনো ভিখারি নেই এবং যারা আবর্জনা ঘাঁটেন তারা মূলত “সহজে অর্থ উপার্জনের আশায় নিজ ইচ্ছায়” তা করছেন। খবর বিবিসির। এই মন্তব্যের পর দেশজুড়ে ব্যাপক জনরোষ দেখা দেয় এবং রাষ্ট্রপতি মিগেল দিয়াস-কানেল-এর কড়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে বিষয়টি আরও গুরুত্ব পায়।জাতীয় সংসদের এক অধিবেশনে ফেইতো...
সর্বাধিক ক্লিক