পাখিকে কীভাবে যত্নে রাখবেন, রইল কিছু টিপস
খাঁচার পাখিরা খুব সংবেদনশীল হয়। তাদের ঠিকমতো যত্ন করা প্রয়োজন। খাঁচায় বন্দি অবস্থায় তাদের মন ভালো রাখাও দরকার। পাখি পোষার ইচ্ছা হলে তার ঠিকমতো যত্ন নেওয়া প্রয়োজন। পোষা পাখির খাওয়াদাওয়ায় বিশেষ খেয়াল রাখতে হয়। আবার তাদের সঙ্গ দেওয়াও খুব জরুরি। জেনে নিন, কী কী করতে হবে।পাখিকে রাখবেন কীভাবে?পোষা পাখিকে খাঁচাতেই রাখছেন আপনি। তাই পাখির আকার, বয়স বুঝে খাঁচা কিনতে হবে। অতিরিক্ত রোদ, বৃষ্টি বা বেশি...
সর্বাধিক ক্লিক