ইরানের প্রতি সংহতি জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করতে ইসলামাবাদে অবস্থিত ইরানি দূতাবাসে সফর করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ মঙ্গলবার (১ জুলাই) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্বে তিনি এ সফর করেন। খবর মেহের নিউজের।
সফরের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানে নিযুক্ত রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদ্দামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ইরানে নিহতদের স্মরণে দুতাবাসে রাখা বইতে সই করেন।
এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, পররাষ্ট্র উপমন্ত্রী আমনা বালোচ ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমি।

শাহবাজ শরিফের এ সফর এমন এক সময়ে হলো যখন মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চলমান রয়েছে। এই সফরকে ইরানের প্রতি পাকিস্তানের দৃঢ় সমর্থনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।