‘আমার জন্য কেঁদো না, মাথা উঁচু করে রেখো’ : সাংবাদিক মরিয়মের শেষ চিঠি

গাজায় ইসরায়েলি হামলায় নিহত হওয়ার আগে ফিলিস্তিনি সাংবাদিক মরিয়ম আবু দাক্কা তার একমাত্র ছেলে গাইথের জন্য একটি চিঠি লিখে গিয়েছিলেন। তিনি গাইথকে তার জন্য প্রার্থনা করতে, তার মৃত্যুর পর না কাঁদতে এবং মাথা উঁচু করে রাখতে বলেন।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা প্রকাশিত এই আবেগঘন চিঠিতে আবু দাক্কা লেখেন, আমি চাই তুমি আমার জন্য প্রার্থনা করো, আমার জন্য কেঁদো না, যাতে আমি সুখী হতে পারি। আমি চাই তুমি আমার মাথা উঁচু করে রাখো, একজন সফল, বিশিষ্ট ও মহান মর্যাদার অধিকারী ব্যক্তি হও।
চিঠিতে মরিয়ম তার সন্তানকে উদ্দেশ্য করে আরও লেখেন, আমার প্রিয় পুত্র, আমি চাই তুমি আমাকে ভুলে যেও না। আমি সবকিছু করতাম যাতে তুমি সুখী ও আরামে থাকো, যাতে তুমি বড় হও, বিয়ে করো ও আমার পরে আমার নামে একটি কন্যা সন্তানের জন্ম দাও।
আবু দাক্কা তার চিঠির শেষ ভাগে লেখেন, ‘তুমি আমার ভালোবাসা, আমার হৃদয়, আমার সমর্থন, আমার আত্মা ও আমার মাথা উঁচু করে তোলা আমার ছেলে। তোমার কাঁধের ওপর আমার ভরসা, গাইথ- তোমার প্রার্থনা, তারপর তোমার প্রার্থনা, তারপর তোমার প্রার্থনা। তোমার মা, মরিয়ম।’

উল্লেখ্য, সোমবার (২৫ আগস্ট) ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় মোট ছয়জন সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে পাঁচজনই নিহত হন দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে। নিহতদের মধ্যে মরিয়ম আবু দাক্কাও ছিলেন, যিনি ইন্ডিপেন্ডেন্ট অ্যারাবিয়া ও অ্যাসোসিয়েটেড প্রেসসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে ফটোসাংবাদিক হিসেবে কাজ করতেন। ষষ্ঠ সাংবাদিককে খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় হত্যা করা হয়।