৮ মামলায় ইমরান খানের জামিন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের জামিন আবেদন মঞ্জুর করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। ২০২৩ সালের ৯ মে দাঙ্গা-সংক্রান্ত আটটি মামলায় আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) এই জামিন মঞ্জুর করা হয়। খবর ডনের।
গত নভেম্বরে লাহোরের একটি সন্ত্রাসবিরোধী আদালত এসব মামলায় ইমরানের জামিন আবেদন খারিজ করে দেয়। এর মধ্যে লাহোর কর্পস কমান্ডারের বাড়িতে হামলার মামলাও ছিল। পরে লাহোর হাইকোর্টও (এলএইচসি) সেই আবেদন নাকচ করে। তবে ইমরান খান হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করেন।
প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার শুনানি শেষে জামিন মঞ্জুরের করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি মুহাম্মদ শফি সিদ্দিকী ও বিচারপতি হাসান আজহার রিজভী।
শুনানিতে ইমরানের পক্ষে আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার এবং রাষ্ট্রপক্ষের হয়ে পাঞ্জাবের বিশেষ প্রসিকিউটর জুলফিকার নকভি উপস্থিত ছিলেন। দীর্ঘ শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।
তবে ইমরানের বিরুদ্ধে আরও বহু মামলা এখনও চলমান। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি রাষ্ট্রীয় উপহার মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে আদিয়ালা কারাগারে বন্দি আছেন। এ ছাড়া ১৯ কোটি পাউন্ড দুর্নীতি মামলা ও ৯ মে দাঙ্গা-সংক্রান্ত একাধিক মামলার বিচার এখনও চলছে।

পিটিআই এই রায়কে “ইমরান খানের বিজয়” হিসেবে বর্ণনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে #VictoryForImranKhan হ্যাশট্যাগ ব্যবহার করেছে।