ওমরাহ পালনকারীদের জন্য নতুন সেবা চালু সৌদি আরবের

মক্কার কাবা ঘরে ওমরাহ পালন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ছবি : এনটিভি
সৌদি আরব সরকার ওমরাহযাত্রীদের জন্য নতুন অনলাইন প্ল্যাটফর্ম ‘নুসুক উমরাহ’ চালু করেছে, যা হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উদ্যোগে বুধবার (২০ আগস্ট) উদ্বোধন করা হয়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে যাত্রীরা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি ওমরাহ ভিসা, আবাসন, পরিবহণ ও ট্যুরসহ ভ্রমণ-সংক্রান্ত সব সেবা অনলাইনে বুক করতে পারবেন।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এটি সৌদি ভিশন ২০৩০-এর অংশ, যা আরও বেশি মুসলিমকে স্বাগত জানানো এবং উচ্চমানের, আধুনিক ও সহজলভ্য সেবা প্রদানের লক্ষ্য পূরণে সহায়তা করবে।
নূসুক ওয়েবসাইটের মাধ্যমে যাত্রীরা চাইলে পুরো প্যাকেজ বুক করতে পারবেন বা আলাদাভাবে ভিসা, হোটেল, যাতায়াত ও ট্যুর বুকিং করার সুবিধা পাবেন। এটি আন্তর্জাতিক ওমরাহযাত্রীদের জন্য বিদ্যমান অনুমোদিত এজেন্টদের পাশাপাশি একটি নতুন বিকল্প হিসেবে কাজ করবে।