ইরান সফরে আসছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক দল

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) একটি কারিগরি দল খুব শিগগিরই তেহরান সফরে আসছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদি জানিয়েছেন, এই কারিগরি দলটি আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে তেহরানে পৌঁছাবে। তবে, এই সফরে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন করবে না।

ঘারিবাদি আরও জানান, এই সফরের মূল উদ্দেশ্য হলো, নতুন পরিস্থিতিতে জাতিসংঘের পারমাণবিক সংস্থার সঙ্গে ইরানের ভবিষ্যতের সহযোগিতা কেমন হবে, তা নিয়ে আলোচনা করা।