অবতরণের পরপরই ভারতীয় বিমানে আগুন, ৪৮ ঘণ্টায় তৃতীয় দুর্ঘটনা

একের পর এক নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। আজ মঙ্গলবার (২২ জুলাই) এয়ার ইন্ডিয়ার একটি বিমান দিল্লিতে অবতরণের পরপরই সহায়ক বিদ্যুৎ ইউনিটে (এপিইউ) আগুন ধরে যায়। হংকং থেকে আসা এআই-৩১৫ ফ্লাইটটি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল। এটি গত ৪৮ ঘণ্টার মধ্যে এয়ার ইন্ডিয়ার তৃতীয় দুর্ঘটনা। খবর এনডিটির।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা যখন বিমান থেকে নামছিলেন তখনই আগুন দেখা যায়। তবে সৌভাগ্যবশত সহায়ক বিদ্যুৎ ইউনিটটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী ও ক্রুরা নিরাপদে বিমান থেকে নামতে পেরেছেন।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, টুইন-জেট এয়ারবাস এ৩২১ মডেলের বিমানটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিমানটি চলাচল করবে না। এই ঘটনাটি বেসামরিক বিমান চলাচল মহাপরিচালককে (ডিজিসিএ) জানানো হয়েছে।
গত ৪৮ ঘণ্টার মধ্যে এটি এয়ার ইন্ডিয়ার বিমানের তৃতীয় দুর্ঘটনা। গতকাল সোমবার একটি কোচি-মুম্বাই ফ্লাইট অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায়। এতে বিমান ও রানওয়ের ক্ষতিগ্রস্ত হয়।
একই দিনে দিল্লি-কলকাতার ফ্লাইট ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে থাকা অবস্থায় শেষ মুহূর্তে টেক-অফ বাতিল করা হয়। বিমান সংস্থা পরে জানায়, টেক-অফের সময় বিমানে ‘প্রযুক্তিগত সমস্যা’ ধরা পড়েছিল।
উল্লেখ্য, গত মাসেও একই রুটে একটি বিমানে প্রযুক্তিগত সমস্যা দেখা গিয়েছিল। তখন সেটি ছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার এবং বিমানটিকে হংকং বিমানবন্দরে ফিরে যেতে বাধ্য করা হয়েছিল। এটি ছিল এয়ার ইন্ডিয়ার আহমেদাবাদ বিমান দুর্ঘটনার তিন দিন পর। যেই দুর্ঘটনায় ২৭৪ জন নিহত হয়েছিলেন।