পণ্যবাহী জাহাজে হুতিদের হামলায় নিহত ২

ইয়েমেনের উপকূলে লাইবেরিয়ান পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘এটার্নিটি সি’তে ড্রোন ও স্পিডবোট হামলায় দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৮ জুলাই) আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের এক বৈঠকে লাইবেরিয়ার শিপিং প্রতিনিধি দল এ তথ্য জানায়। খবর দ্য গার্ডিয়ানের।
গতকাল সোমবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। গত বছরের জুনের পর লোহিত সাগরের এই গুরুত্বপূর্ণ শিপিং করিডোরে এটিই প্রথম কোনো নৌ-হামলা, যেখানে জাহাজের ক্রু নিহত হলেন। এ নিয়ে অঞ্চলটিতে জাহাজে হামলায় নিহত নাবিকের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।
গত রোববার (৬ জুলাই) হামলার কয়েক ঘণ্টা আগে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লিবেরিয়ান পতাকাবাহী এমভি ম্যাজিক সিজ বাল্ক ক্যারিয়ারে হামলার দায় স্বীকার করে। তারা জানায়, জাহাজটি ডুবে গেছে।

জাতিসংঘের শিপিং সংস্থার সমাবেশে লাইবেরিয়ার প্রতিনিধি বলেন, যখন লাইবেরিয়া ম্যাজিক সিজের ওপর হামলার ধাক্কা ও শোক কাটিয়ে উঠছিল, তখনই আমরা খবর পেলাম ‘এটার্নিটি সি’ ভয়াবহভাবে আক্রান্ত হয়েছে। এতে দুই নাবিকের মৃত্যু হয়েছে।
‘কসমোশিপ ম্যানেজমেন্ট’ এবং মেরিটাইম নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, ২২ জন ক্রু সদস্য (২১ জন ফিলিপিনো ও একজন রাশিয়ান) বহনকারী ‘এটার্নিটি সি’কে সমুদ্র ড্রোন ও স্পিডবোট থেকে রকেট-চালিত গ্রেনেড দিয়ে আক্রমণ করা হয়েছিল। হামলার পর জাহাজটি একদিকে হেলে গেছে।