জেনেভায় ‘শুনতে’ এসেছি, আলোচনার জন্য নয় : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের জন্য জেনেভায় অবস্থান করছেন। তবে, ইসরায়েল কর্তৃক দেশজুড়ে হামলা অব্যাহত থাকায় ইরান স্পষ্ট জানিয়েছে, তারা এখনই কোনো আলোচনায় বসবে না, বরং নিজেদের প্রতিশোধমূলক ব্যবস্থা চালিয়ে যাবে। খবর আল-জাজিরার।
আরাঘচি নিজেই বলেছেন, তিনি ইউরোপীয়দের কথা শোনার জন্য জেনেভায় এসেছেন, যতক্ষণ ইসরায়েলি হামলা অব্যাহত থাকবে ততক্ষণ তিনি আলোচনার জন্য সেখানে নেই। এই অবস্থান ইঙ্গিত দেয়, ইরান আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আগ্রহী, তবে আলোচনার টেবিলে বসার মতো অনুকূল পরিবেশ এখনো তৈরি হয়নি।
একই সঙ্গে, ইরান একটি বার্তা দেওয়ার চেষ্টা করছে যে, তারা কূটনীতির সম্ভাবনার দরজা পুরোপুরি বন্ধ করছে না।
আরাঘচির জেনেভায় উপস্থিতির মূল কারণ এটাই। তিনি বলেছেন, প্রতিদিন যখন তাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে, তখন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করা সম্ভব নয়।
ইরানের দৃষ্টিকোণ থেকে কূটনৈতিক অগ্রগতির বাস্তব সাফল্যের সম্ভাবনা খুবই কম মনে হচ্ছে। ইসরায়েলি হামলার কারণে তাদের ষষ্ঠ দফার আলোচনা ব্যাহত হওয়ার আগেই ইরান আমেরিকানদের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাঝামাঝি ছিল। এই প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর জেনেভায় উপস্থিতি কৌশলগত হলেও ফলপ্রসূ আলোচনার জন্য পরিস্থিতি এখনো অনুকূল নয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ জুন) ভোরে ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি-সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা নিহত হন। এছাড়াও, ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষস্থানীয় ছয়জন পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন। এই হামলার প্রতিক্রিয়ায় ইরান কঠোর প্রতিশোধের হুমকি দেয় এবং পরবর্তীতে ইসরায়েলে পাল্টা হামলা চালায়। এরপর থেকে দুই পক্ষই একে অপরের ওপর হামলা অব্যাহত রেখেছে, যা আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।