মৃগী রোগ ছিল ‘কাটা লাগা’ অভিনেত্রীর, হাসপাতালে পৌঁছানোর আগেই হয় মৃত্যু

বলিউডের আলোচিত মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালা আর নেই। মাত্র ৪২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ‘কাঁটা লাগা’ গানের সেই স্মরণীয় মুখ। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তবে শেষরক্ষা হয়নি—চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, শেফালির স্বামী পরাগ ত্যাগী ও ঘনিষ্ঠ বন্ধুরা মুম্বইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান তাঁকে। জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসকরা মৃত্যুর খবর নিশ্চিত করেন। পরবর্তীতে হৃদরোগ বিশেষজ্ঞও মৃত্যুর বিষয়টি চূড়ান্ত করেন।
দীর্ঘদিন ধরে একটি গোপন রোগের সঙ্গে লড়াই করছিলেন শেফালি। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশ, তিনি মৃগীরোগে (এপিলেপসি) ভুগছিলেন বহু বছর ধরে। খুব অল্প বয়স, মাত্র ১৫ বছরেই প্রথম খিঁচুনি অনুভব করেন তিনি। তারপর থেকে মানসিক চাপ ও উদ্বেগ ছিল নিত্যসঙ্গী। বিষয়টি কখনও প্রকাশ্যে আনেননি—চাকরি, ক্যারিয়ার আর জীবন যেন থেমে না যায়।
তবে নিজের সুস্থতার জন্য ছিলেন খুব সচেতন। নিয়মিত শরীরচর্চা করতেন, মানসিক স্বাস্থ্য সচেতনতার বিষয়েও কাজ করতেন সক্রিয়ভাবে। কাছের মানুষরা জানতেন, শেফালি ছিলেন একজন ফাইটার।
২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানের রিমেকে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন শেফালি জারিওয়ালা। পরে আরও ৩৫টির বেশি মিউজিক ভিডিওতে কাজ করেন। ২০০৪ সালে ‘মুঝসে শাদি করোগে’ সিনেমায় বলিউডে অভিনয়ের সুযোগ পান—যদিও তা ছিল ক্যামিও চরিত্র। ব্যক্তিজীবনে প্রথম সংসার টেকেনি। ২০০৯ সালে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন। এরপর দীর্ঘদিন আড়ালে ছিলেন।
পরে ছোটপর্দায় ফিরে আসেন। অংশ নেন ‘নাচ বালিয়ে সিজন ৫’-এ। ২০১৪ সালে বিয়ে করেন অভিনেতা পরাগ ত্যাগীকে। ‘বিগ বস ১৩’-এ অংশ নিয়ে আবারও আলোচনায় আসেন। খোলামেলা ও সাহসী স্বভাব, সোশ্যাল মিডিয়ায় দৃপ্ত উপস্থিতি এবং নারী ক্ষমতায়ন নিয়ে তাঁর কাজ—সব মিলিয়ে নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছিলেন।