বাটন ফোন ব্যবহার করেন ফাহাদ ফাসিল, দাম ১০ লাখ টাকা

মালয়ালাম তারকা ফাহাদ ফাসিল অভিনয়ে যেমন সাবলীল, ব্যক্তি জীবনে তেমনই অনাড়ম্বর। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকা এই অভিনেতার হাতে সম্প্রতি দেখা গেছে একটি কিপ্যাড ফোন—আর তাতেই শুরু হয়েছে নতুন করে আলোচনা।
গত ১৬ জুলাই, ‘মলিউড টাইমস’ সিনেমার পূজা অনুষ্ঠানে যোগ দেন ফাহাদ। অনুষ্ঠানে ধারণ করা একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে, যেখানে দেখা যায় ৪২ বছর বয়সী এই অভিনেতা একটি কিপ্যাড ফোন ব্যবহার করছেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হচ্ছে, দেখতে সাধারণ হলেও, ফোনটির দাম একেবারেই সাধারণ নয়। এটি ব্রিটিশ বিলাসবহুল ফোন কোম্পানি ভার্চু এর ‘অ্যাসেন্ট রেট্রো ক্ল্যাসিক’ মডেলের ফোন, যার মূল্য প্রায় ১১ হাজার ৯২০ মার্কিন ডলার—বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ লাখ টাকা!
হাতে তৈরি এই ফোনটিতে রয়েছে টাইটানিয়াম বডি, স্যাফায়ার ক্রিস্টাল স্ক্রিন, হাতে সেলাই করা চামড়ার কভার এবং বেভেলড স্টেইনলেস স্টিল কিপ্যাড। ২০০৮ সালে বাজারে আসা ফোনটির উৎপাদন এখন বন্ধ, আর ভার্চুর ওয়েবসাইটে মডেলটি স্টকআউট।
বর্তমানে ‘মলিউড টাইমস’ ছাড়াও ‘মারিসান’, ‘ওড়ুম কুথিরা চাড়ুম কুথিরা’, ‘কারাতে চন্দ্রন’ ও ‘প্যাট্রিয়ট’–সহ একাধিক প্রজেক্টে কাজ করছেন এই অভিনেতা।