বক্স অফিসে ‘সাইয়ারা’ ঝড়, ৩ দিনেই ১১৬ কোটি আয়!

বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে মোহিত সুরি পরিচালিত রোমান্টিক সিনেমা ‘সাইয়ারা’। অনেকেই হল ফেরত দাবি করছেন, এই সিনেমা আশিকি’র যোগ্য উত্তরসুরী। চোখ বুজে এর নাম ‘আশিকি-৩’ রেখে দিলেও চলত। তবে কপিরাইটের বিভিন্ন সমস্যা দেখা দিতো হয়তো। এবার একটু চোখ রাখা যাক এই সিনেমার বক্স অফিস রিপোর্টে।বিনোদন বাণিজ্যের তথ্যদাতা প্রতিষ্ঠান ‘স্যাকনিল্ক’র তথ্য মতে, রোববার (২০ জুন) সাইয়ারা এখনও পর্যন্ত সর্বোচ্চ আয় করেছে।...