নতুন মুখ নিয়ে অস্ট্রেলিয়ার দল ঘোষণা

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুদল। আজ বুধবার (৩০ জুলাই) ঘরের মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের দুটি দলই ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
সিরিজে অস্ট্রেলিয়ার দুটি দলকেই নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। অস্ট্রেলিয়ার নিয়মিত ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্সকে বিশ্রামে রাখা হয়েছে আসন্ন অ্যাশেজের জন্য। পাশাপাশি মিচেল স্টার্ককেও রাখা হয়েছে বিশ্রামে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ডাক পাওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেলেন অলরাউন্ডার মিচেল ওয়েন। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি দলেও রাখা হয়েছে ওয়েনকে।
ওয়ানডে দলে ফিরেছেন মারনাস লাবুশেন ও ট্রাভিস হেড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ না খেললেও এই সিরিজে দলে আছেন হেড।
টি-টোয়েন্টিতে ওয়েন্ট ইন্ডিজকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করা সিরিজের দল থেকে বাদ পড়েছেন জ্যাক ফ্রেসার-ম্যাকগার্ক, কুপার কনোলি, অ্যারন হার্ডি ও হাভিয়ের বার্টলেট।
অস্ট্রেলিয়া সর্বশেষ ওয়ানডে খেলেছিল এ বছরের মার্চে চ্যাম্পিয়নস ট্রফিতে। সেই দল থেকে বাদ পড়েছেন ম্যাকগার্ক, কনোলি, হার্ডি, শন অ্যাবট ও তানভির সংঘ।
আগামী ১০ আগস্ট শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ ১২ ও ১৬ আগস্ট। প্রথম দুটি টি-টোয়েন্টি হবে ডারউইনে এবং তৃতীয়টি কেয়ার্নসে। এরপর ১৯ আগস্ট থেকে সেখানেই শুরু হবে ওয়ানডে সিরিজ। ২২ ও ২৪ তারিখ দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ম্যাকাইতে।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল :
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুহনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওয়েন, ম্যাথিউ শর্ট ও অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়ার ওয়ানডে দল :
মিচেল মার্শ (অধিনায়ক), হাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, ল্যান্স মরিস, মিচেল ওয়েন, ম্যাথিউ শর্ট ও অ্যাডাম জাম্পা।