হোয়াইটওয়াশের ম্যাচে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ শুরু আগে যদি বলা হতো পাকিস্তানকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ, হেসে উড়িয়ে দিলে অবাক হওয়ার কিছু থাকত না। দুই ম্যাচ শেষে এখন উঁকি দিচ্ছে সেই সম্ভাবনা। প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হয়েছে স্বাগতিকরা। ম্যাচে টস জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ।
জিতলে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ। এর আগে ২০১৫ সালে ওয়ানডে ও গত বছর টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে করা বাকি।
বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, ‘দল বেশ ভালো অবস্থানে আছে। আমরা সিরিজ জিতেছি। এখন হোয়াইটওয়াশ করতে পারলে ভালো লাগবে। আমরা জেতার জন্যই খেলব।’
পাকিস্তান অধিনায়ক সালমান আগা বলেন, ‘সিরিজটা হেরে গেছি আমরা। বাংলাদেশ ভালো খেলছে। আমাদের লক্ষ্য থাকবে আজ জয় দিয়ে শেষ করা।’