একাদশে পাঁচ পরিবর্তনের যে ব্যাখা দিলেন লিটন

সিরিজ নিশ্চিত হওয়ার পর শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ নেমেছিল পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বৃস্পতিবার (২৪ জুলাই) বাংলাদেশের স্বপ্ন পূরণ হয়নি। পাকিস্তানের কাছে হারতে হয়েছে ৭৪ রানে। লাল-সবুজের প্রতিনিধিরা অবশ্য ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে।
ম্যাচের আগে একাদশে পাঁচ পরিবর্তন আসে বাংলাদেশ। টানা জিততে থাকা দলে হঠাৎ এত পরিবর্তনে অবাক হয়েছে অনেকে। হয়েছে আলোচনা-সমালোচনা। ম্যাচের পর বাংলাদেশ অধিনায়ক লিটন দাসকেও দিতে হয়েছে পাঁচ পরিবর্তনের ব্যাখা।
লিটন বলেন, ‘আমার কাছে মনে হয় আমাদের যে ১৬ জনের স্কোয়াড, সবাই খেলার মতো যোগ্য। তাসকিন প্রথম ম্যাচ খেলেছে। সাইফউদ্দিন অনেকদিন ধরে খেলছিল না, তাকে দেখার ছিল। তামিম তো ওপেনার, সে কামব্যাক করেছে। হৃদয় অসুস্থ, জ্বর তা। সে খেলতে পারনি। নাসুম একটা ম্যাচ খেলেছে।’
চোটের কারণে দীর্ঘদিন ধরেই তাসকিন আহমেদকে খেলানো হচ্ছে বিশ্রাম দিয়ে। তানজিদ তামিম প্রথম ম্যাচের একাদশে থাকলেও পরের ম্যাচে বাদ পড়েন। সুযোগ দেওয়া হয় নাঈম শেখকে। পুরো সিরিজে বাংলাদেশ খেলিয়েছে স্কোয়াডে থাকা ১৬ জনকেই। যাতে পরখ করে দেখা গেছে টিম কম্বিনেশন ও দলের শক্তিমত্তা।