জুনে রাজস্ব আদায় কমেছে ৯ হাজার ৯৫৫ কোটি টাকা

বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে কম রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত অর্থবছরের শেষ মাস জুনে রাজস্ব আদায় হয়েছে ৪৩ হাজার ৯২ কোটি টাকা। আগের ২০২৩-২৪ অর্থবছরের জুনে রাজস্ব আদায় হয়েছিল ৫৩ হাজার ৪৭ কোটি টাকা। যা আগের ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ হাজার ৯৫৫ কোটি টাকা কম। এনবিআরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এনবিআরের একাধিক কর্মকর্তা বলেন, এনবিআর বিলুপ্তির প্রতিবাদ ঘিরে বিদায়ী অর্থবছরের শেষ দেড় মাস আন্দোলন হয়েছে, এতে আমদানি-রপ্তানিসহ অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হয়। যার ফলে যথাসময়ে রাজস্ব আদায় করা সম্ভব হয়নি।
বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল চার লাখ ৮০ হাজার কোটি টাকা। পরে সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চার লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে তিন লাখ ৭০ হাজার ৮৭৪ কোটি টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে ১৯ দশমিক ৯৮ শতাংশ কম আদায় হয়েছে। ২০২৪-২৫ অর্থবছর রাজস্ব আয় লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে থাকলেও ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় বেড়েছে ২ দশমিক ২৩ শতাংশ।
এনবিআরের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, গত ২০২৪-২৫ অর্থবছরে আয়কর ও ভ্রমণ কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৭১ হাজার ৪৯৫ কোটি টাকা। এতে আদায় হয়েছে এক লাখ ২৯ হাজার ৯০ কোটি টাকা। একই লক্ষ্যমাত্রা ছিল স্থানীয় পর্যায়ে ভ্যাট আদায়ের ক্ষেত্রে। ভ্যাটে আদায় হয়েছে এক লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে ভ্যাট আদায় কম হয়েছে ২৯ হাজার ৯০৯ কোটি টাকা। এছাড়া শুল্ক খাতে আদায় হয়েছে এক লাখ ১৯৮ কোটি টাকা। এই খাতে লক্ষ্যমাত্রা ছিল এক কোটি ২০ লাখ ৫১০ কোটি টাকা।