শেয়ারবাজারে লেনদেন শুরু ২৮ সেপ্টেম্বর

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঈদুল আজহা উপলক্ষে পাঁচ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময়ে ডিএসইর দাপ্তরিক কার্যক্রম ও লেনদেন বন্ধ থাকবে।
ডিএসইর পরিচালনা পর্ষদের ৮০৫তম পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসইর উপমহাব্যবস্থাপক (জনসংযোগ ও প্রকাশনা) মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ডিএসইর লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। ২৮ সেপ্টেম্বর থেকে পুনরায় ডিএসইতে লেনদেন এবং দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলবে।