বড় পতনে সূচক, ৭৬ শতাংশ কোম্পানির দরপতন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) লেনদেন হয়েছে এক হাজার ১৭৭ কোটি টাকা। এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্সের বড় পতন হয়েছে। সূচকটি আজ কমেছে ৮৯ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া ৭৬ দশমিক শূন্য ছয় শতাংশ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে এদিন। আগের কর্মদিবস সোমবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে চার হাজার ৯৫৯ কোটি টাকা।
ডিএসইতে শেয়ার কেনার চাপে আজ লেনদেন শুরুর প্রথম ১৭ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ২২ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার বিক্রির চাপ বাড়ে। এতে সূচকটি পতনে চলে আসে। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স পতন হয় ৮৯ দশমিক ৩৩ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৫৩৮ দশমিক ২৫ পয়েন্টে। ডিএসইএস সূচক ২১ দশমিক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২০৩ দশমিক ৯৮ পয়েন্টে। এছাড়া এদিন ডিএস-৩০ সূচক ৩৯ দশমিক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১৫২ দশমিক ৮২ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে এক হাজার ১৭৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস সোমবার লেনদেন হয়েছিল এক হাজার ৪০০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ২৬ হাজার ৯৪ কোটি ১৮ লাখ টাকা। গতকাল মূলধন ছিল সাত লাখ ৩১ হাজার ৫৩ কোটি ৩৭ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৪০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৬৮টির এবং কমেছে ৩০৫টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ২৮টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ৫০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রবি আজিয়াটার ৩৯ কোটি ২৪ লাখ টাকা, খান ব্রাদার্সের ২৭ কোটি ৫৪ লাখ টাকা, সিটি ব্যাংকের ২১ কোটি ৭৫ লাখ টাকা এবং ইজেনারেশনের ২০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির দর কমেছে সাত দশমিক ৪৯ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ।