মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন

রাজধানীর মহাখালী এলাকায় যমুনা পেট্রোল পাম্প নামে একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আজ রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা রাশেদ বিন খালিদ এনটিভি অনলাইনকে বলেন, সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে এই আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য রওনা দেন। এর মধ্যে পাঁচটি ইউনিট পৌঁছে ৬টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলে বাকি ইউনিটগুলো ফেরত আসে।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, তেল বহনকারী গাড়ি থেকে তেল নেওয়া হচ্ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়।
প্রথমে পাম্পের লোকজন আগুন নেভাতে চেষ্টা করে তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।