হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগারে

রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্লাহ এই আদেশ দেন।
এর আগে যাত্রাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা আসামি এ বি এম খায়রুল হককে কারাগারে পাঠানোর আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান এ তথ্য জানান।
এই সময় পিপি আজিজুল হক দিদার বলেন, ‘খায়রুল হক বিচার অঙ্গনকে কলঙ্কিত করেছেন। তার আমলে গুম, হত্যা ও অনেক মায়ের কোল খালি হয়েছে। তিনি প্রধান বিচারপতি না হলে বৈষম্যবিরোধী হত্যাকাণ্ড ঘটতো না। খায়রুল হক খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেছেন এবং শেখ হাসিনাকে স্বৈরাচার হওয়ার সুযোগ করে দিয়েছেন।’
পিপি দিদার বলেন, এই আসামির কারণে মানুষ এখন বিচার বিভাগকে সম্মান না করে থুতু মারে। আসামিকে জনগণের সামনে তুলে দেওয়া উচিত ছিল। আমরা ওনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আসামি কোর্টে আসছেন জনগণ জানলে তাকে ‘খবর করে ফেলতো’।
অপর পিপি কালাম খানও খায়রুল হককে ‘হাসিনাকে ফ্যাসিস্ট হওয়ার কারিগর’ এবং বিচার বিভাগকে ‘কলুষিত’ করার জন্য অভিযুক্ত করেন। তিনি আরও উল্লেখ করেন, খায়রুল হককে গ্রেপ্তারের পর জনগণ মিষ্টি বিতরণ করেছে।
আজ সকালে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে।
এর আগে, গত বছর তার বিরুদ্ধে বিচারক হিসেবে ‘দুর্নীতি ও বিদ্বেষমূলক’ আচরণসহ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় দেওয়া এবং জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানায় মামলা করা হয়েছিল।