রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের তিন সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য আরিয়ান সৈকত, মো. ওমর ও ইয়ামিন হোসেন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : ডিএমপির সৌজন্যে
রাজধানীর শ্যামপুরের জুরাইন এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার (২৫ জুলাই) এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন—আরিয়ান সৈকত (২১), মো. ওমর (২০) ও ইয়ামিন হোসেন তরুণ (২০)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে জুরাইন খন্দকার রোডের মাশ-আল্লাহ হোটেলের সামনে পাঁচ-ছয়জন সদস্য সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।