শুটার মান্নান-হৃদয় সমর্থকদের সশস্ত্র মহড়া, গুলিবিদ্ধ ৩

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাঘাইকান্দিতে সন্ত্রাসীদের গুলিতে তিন ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ইমামপুর ইউনিয়নের বাঘাইকান্দি বাজারে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, শুটার মান্নান ও হৃদয় বাঘের নেতৃত্বে হামলাটি চালানো হয়।
গুলিবিদ্ধরা হলেন- বাঘাইকান্দি গ্রামের আলামিন মাস্টার (৪২), আব্দুল বাসেদ (৪৫) ও কবির (৫৫)। তারা স্থানীয় ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বুধবার (১৬ জুলাই) ষোলআনী বালুমহালে চাঁদা আদায় করতে গিয়ে তিনজন চাঁদাবাজ জনতার হাতে আটক হন। এ ঘটনায় বালুমহালের ক্যাশিয়ার জান্নাত হোসেন বাদী হয়ে হোগলাকান্দি গ্রামের হাবুল বাঘের ছেলে হৃদয় বাঘকে এক নম্বর আসামি করে গজারিয়া থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর হৃদয় বাঘ কিছুদিন আত্মগোপনে থাকলেও বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত দশটার দিকে এলাকায় ফিরে এসে শুটার মান্নানসহ তার অনুসারীদের নিয়ে মহড়া দেয়। এ সময় স্থানীয়রা ছয় থেকে সাতটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পান।
শুক্রবার সকালে অভিযুক্তরা পুনরায় বাঘাইকান্দি বাজারে আসে। কিছুক্ষণ পর তাদের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তির একপর্যায়ে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে তিন ব্যক্তি আহত হন। প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, আহতদের শরীরে শটগানের গুলি লেগেছে।
ইমামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, ঘটনার বিষয়ে আমিও শুনেছি। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, অন্তত চার থেকে পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত নই।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছিলাম। দেখা গেছে, দুইজনের শরীরে শটগানের গুলির মতো আঘাত রয়েছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি এবং দোষীদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।