গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৮ জন নিহত

বোমাবর্ষণে বিধ্বস্ত গাজায় খ্রিস্টানরা গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) গুড ফ্রাইডে উদযাপন করেন। এদিন অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আল জাজিরার।
অর্ধেকেরও বেশি হতাহতের ঘটনা ঘটেছে গাজা সিটি ও গাজার উত্তরাঞ্চলে, তবে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস ও রাফাহসহ পুরো উপত্যকাজুড়েই মারাত্মক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) হাসপাতাল সূত্র আল জাজিরাকে এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রাফাহর কাছে শাবুরা ও তাল আস-সুলতান এলাকার পাশাপাশি উত্তর গাজায় অভিযান চালানো হচ্ছে। এ ছাড়া গাজা সিটির পূর্বাঞ্চলীয় বিশাল এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল।
শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ পুনরাবৃত্তি করে বলেছেন, ইসরায়েল তার যুদ্ধের লক্ষ্য অর্জন করতে চায়। এক বিবৃতিতে বলেন, (ইসরায়েলি সেনাবাহিনী) বর্তমানে সব ক্ষেত্রেই চূড়ান্ত বিজয়, জিম্মিদের মুক্তি এবং গাজায় হামাসের পরাজয়ের নিশ্চিতে কাজ করছে।
তবে হামলার মধ্যেও গাজার খ্রিস্টান ধর্মাবলম্বীরা ইস্টারের আগে সমাবেশ চালিয়ে যেতে থাকে। স্থানীয় একটি গির্জা থেকে আল জাজিরার সঙ্গে কথা বলতে গিয়ে ইহাব আইয়াদ নামের একজন বলেন, তিনি প্রতি বছর ধর্মসভার অন্যান্য সদস্যদের সঙ্গে জড়ো হতেন এবং উদযাপনের জন্য তার প্রতিবেশীদের বাড়িতে যেতেন।
আইয়াদ বলেন, ‘এই বছর আমরা পরিদর্শনে যাইনি, কারণ সর্বত্র সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ চলছে। (ইসরায়েলি) দখলদার বাহিনী আমার আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের বেশিরভাগ ঘরবাড়ি ধ্বংস করে দিয়েছে। আমার অনেক আত্মীয়স্বজন এবং প্রতিবেশী বিভিন্ন জায়গায় শহীদ অথবা বাস্তুচ্যুত হয়েছেন। আমরা খুব শোকাহত, উদযাপন করতে পারিনি।’
গাজা সিটি থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেন, খ্রিস্টান সম্প্রদায় তাদের বিশ্বাস ধরে রেখেছে এবং গাজায় বিশ্বের প্রাচীনতম একটি গির্জায় জড়ো হয়েছে আরাধনা করতে।
অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরেও গুড ফ্রাইডে ও ইস্টার উপলক্ষে আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অঞ্চলে প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি খ্রিস্টান বাস করেন। তবে, ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের জেরুজালেমে ভ্রমণের জন্য অনুমতি নিতে বাধ্য করে, যার ফলে অনেকের পক্ষে এই উৎসবে যোগদান করা কঠিন হয়ে পড়ে।

শুক্রবার আল জাজিরা আরবি জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের সালফিট গভর্নরেটের বিদিয়া শহরে ফিলিস্তিনি জনগণের জমিতে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সামরিক বাহিনী আক্রমণ করেছে। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় একজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র আল জাজিরা আরবি আরও জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর সুরক্ষায় নাবলুস গভর্নরেটের বেইতা শহরের একটি পাহাড় জাবাল আল-উরমায় বেশ কয়েকজন বসতি স্থাপনকারী আক্রমণ চালায়।
২০২৩ সালের অক্টোবরে গাজার বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরজুড়ে, বিশেষ করে ভূখণ্ডটির উত্তরাঞ্চলে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সামরিক বাহিনীর সহিংসতা বেড়েছে। জাতিসংঘ জানিয়েছে, জানুয়ারিতে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নতুন সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এই সহিংসতার কারণে প্রায় ৪০ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।