রিয়ালকে বিধ্বস্ত করে ফাইনালে পিএসজি

রিয়াল মাদ্রিদকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে পিএসজি। পাঁচবারের ক্লাব বিশ্বকাপজয়ী দল রিয়াল এদিন ছিল ছন্নছাড়া। পিএসজির গতির কাছে খুব সহজেই পরাস্ত হয়েছে শাবি আলোনসোর শিষ্যরা। সমর্থকরাও এদিন রিয়াল মাদ্রিদের এক অচেনা রূপই যেন দেখতে পেয়েছে।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে গতকাল বুধবার (৯ জুলাই) রাতে দ্বিতীয় সেমিফাইনালে ফ্যাবিয়ান রুইজের জোড়া গোলে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়েছে পিএসজি। পাঁচবারের ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সঙ্গে পুরো ম্যাচে রীতিমতো দাপট দেখিয়ে ৭৬ শতাংশ বল দখলে রেখে ১৭টি শট নেয়, যার মধ্যে পোস্টেই ছিল ৭টি শট।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা একচেটিয়া প্রভাব বিস্তার করে গেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে। তবে প্রথম দুটি গোল হয়েছে রিয়ালের রক্ষণভাগের ভুলে। রিয়ালের ডিফেন্ডাররা এদিন ছিলেন ছন্নছাড়া।
ম্যাচের ৬ মিনিটেই ভুল করে বসেন রিয়াল ডিফেন্ডার রাউল আসেন্সিও। বল বক্সের ভেতর বল ঠিকভাবে নিয়ন্ত্রণে নিতে না পারলে তা পেয়ে যান ওসমান ডেম্বেলে। তবে ফরাসি ফরোয়ার্ডকে রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া ঠেকিয়ে দিতে গেলে বল বাড়িয়ে দেন পাশে দাঁড়িয়ে থাকা রুইজের দিকে। এরপর বক্সের মাঝে থেকে বাম পায়ের সহজ শটে পোস্টের মাঝে দিয়ে বল জালে জড়ান রুইজ।
এর ৩ মিনিট পর এবার নিজেই গোল করেন ফরাসি তারকা ডেম্বেলে। এবার ভুল করে বসেন আরেক অভিজ্ঞ ডিফেন্ডার টনি রুডিগার। মাঝমাঠ থেকে জুডে বেলিংহাম রুডিগারকে পাস দিলে তা তিনি গোলরক্ষক কর্তোয়াকে ব্যাক পাস দিতে যান। কিন্তু জার্মান এই ডিফেন্ডারের পায়ে বলটা ঠিকভাবে লাগেনি। আর এই সুযোগ নিতেও ভুল করেননি ডেম্বেলে। বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে কিছুদূর টেন বক্সের ভেতর ঢুকে যান তিনি। এরপর রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়াকে একা পেয়ে বামে পায়ের শটে পোস্টের বাম পাশ দিয়ে লক্ষ্যভেদ করে ব্যবধান ২-০ করেন ডেম্বেলে।
২৪ মিনিটে ম্যাচের নিজের দ্বিতীয় গোলটি করেন রুইজ। স্প্যানিশ এই মিডফিল্ডারকে বক্সের ডান পাশ থেকে বল বাড়িয়ে দেন আশরাফ হাকিমি। বক্সের মাঝে বল পেয়ে ফেদে ভালভার্দেকে পাশ কাটিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে পোস্টের ডান কোণা দিয়ে সহজেই বল জালে জড়ান রুইজ। গোলরক্ষক থিবো কর্তোয়ার দাঁড়িয়ে থেকে দেখা ছাড়া আর কিছুই করার ছিলো না।
দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ ম্যাচে ফেরার চেষ্টা করলেও পিএসজির রক্ষণভাগের দেয়ালটা ভেদ করতে পারেনি। উল্টো ম্যাচের একদম শেষদিকে আরও একটি গোল খেয়ে বসে তারা।
ম্যাচের ৬৪তম মিনিটে জুডে বেলিহামের বদলি হিসেবে মাঠে নামেন লুকা মদ্রিচ। ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডার রিয়ালের জার্সিতে শেষবারের মতো মাঠে নামলেন। ক্লাব বিশ্বকাপ শেষে রিয়ালের কিংবদন্তি এই খেলোয়াড় যোগ দেবেন ইতালিয়ান ক্লাব এসি মিলানে। রিয়ালের হয়ে শেষ ম্যাচে মাঠে নামর সময় দর্শকরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে সন্মান জানান।
ম্যাচের ৮৮ তম মিনিটে বক্সের ভেতরে বামপাশ থেকে ব্রাডলি বার্কোলা বল বাড়িয়ে দেন বক্সের মাঝে দাঁড়িয়ে থাকা গন্সালো রামোসকে। পর্তুগিজ এই ফরোয়ার্ড বলটা ঘুরিয়ে নিজের নিয়ন্ত্রণে নিয়ে সহজেই ডান পায়ের শটে পোস্টের বাম কোণা দিয়ে জালে জড়িয়ে দেন।
ম্যাচের নির্ধারিত সময়ে আর কোনও গোল না হলে ৪-০ ব্যবধানে জয় নিয়ে ফাইনালে ওঠার উল্লাসে মেতে ওঠে ২০২৪/২৫ মৌসুমে ট্রেবলজয়ী ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি।
বাংলাদেশ সময় ১৩ জুলাই রোববার দিবাগত রাত ১টায় ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে ইংলিশ জায়ান্ট চেলসির মুখোমুখি হবে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি।