শিরোপার আশা বাঁচিয়ে রাখতে পিএসজির মুখোমুখি হচ্ছে রিয়াল

২০২৪-২৫ মৌসুমে দুই দলের চিত্রটা ছিল বিপরীত। ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়ে ট্রেবল জিতেছে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ কাটিয়েছে একটি ট্রফিশূন্য মৌসুম। আজ বুধবার (৯ জুলাই) রাতে ফিফা ক্লাব বিশ্বকাপে পিএসজির মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১ টায়।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালকে ঘিরে আলাদা উত্তেজনা কাজ করছে। দুটি দলই ইউরোপিয়ান হওয়ায় এর আগেও তারা মুখোমুখি হয়েছে। এর আগে সর্বশেষ ১২ দেখায় রিয়াল মাদ্রিদের ৫ জয়ের বিপরীতে পিএসজি জিতেছে ৪টি ম্যাচে, বাকি ৩টি ম্যাচ ড্র হয়েছে। মুখোমুখি ১৩তম দেখায় ক্লাব বিশ্বকাপের এই ম্যাচটিও স্মরণীয় করে রাখতে মাঠে নামবে দুই ইউরোপিয়ান জায়ান্ট।
ক্লাব বিশ্বকাপে সর্বোচ্চ ৫বার শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। গ্যালাটিকোসরা মাঠে নামবে তাদের ষষ্ঠ ক্লাব বিশ্বকাপ শিরোপা অর্জনের লক্ষ্যে ফাইনালে উঠতে। আর ইউরোপ সেরা হয়ে এবার বিশ্বসেরা হওয়ার লক্ষ্যেই ফাইনালে উঠতে চাইবে পিএসজি। ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হলে এই টুর্নামেন্টে প্রথমবারের মতো শিরোপার দেখা পাবে ফরাসি ক্লাবটি।
ফাইনালে ওঠার লড়াইয়ে দুই দলের কপালেই চিন্তার ভাঁজ। চোটের কারণে রক্ষণভাগ নিয়ে শঙ্কায় থাকা রিয়াল মাদ্রিদ এই ম্যাচে তাদের তরুণ সেন্টারব্যাক হুইসেনকে পাচ্ছে না। কোয়ার্টার ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়াতে এই ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি।
অন্যদিকে কোয়ার্টার ফাইনালে জার্মান চ্যাম্পিয়ন বয়ার্ন মিউনিখের বিপক্ষে পিএসজির দুই ডিফেন্ডার পাচো ও লুকাস হার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে এই দুজনকে সেমিফাইনালে পাচ্ছে না পিএসজি।
ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের আরেক ম্যাচে জোয়াও পেদ্রোর জোড়া গোলে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে চেলসি। শিরোপার লড়াইয়ে ইংলিশ জায়ান্টরা ইউরোপিয়ান দলকেই প্রতিপক্ষ হিসেবে পেতে যাচ্ছে।
মহাদেশীয় এই টুর্নামেন্টে টানা ১২তম শিরোপা জিততে যাচ্ছে ইউরোপের কোনো ক্লাব। এর আগে সর্বশেষ ২০১২ সালে চেলসিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছিল ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। এরপর ইউরোপের বাইরের কোনো দল এই শিরোপা জিততে পারেনি।