মঞ্চে উঠেই অজ্ঞান, হাসপাতালে ভর্তি বিশাল

তামিলনাড়ুর ভিল্লুপুরমে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে মঞ্চে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছেন জনপ্রিয় তামিল অভিনেতা বিশাল। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ তথ্য মতে, এখন ভালো বোধ করছেন অভিনেতা।
পিঙ্কভিলা প্রতিবেদনে জানাচ্ছে, তামিল মাস উৎসবের অংশ হিসেবে রবিবার রাতে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য, মিস কুভাগাম ২০২৫ নামে একটি সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। উদযাপন চলাকালীন, বিশাল অপ্রত্যাশিতভাবে জ্ঞান হারিয়ে মঞ্চে পড়ে যান। অনুষ্ঠানের আয়োজক এবং ভক্তরা তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং তিনি জ্ঞান ফিরে পান। অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন মন্ত্রী কে. পোনমুদি, যিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশালকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন।
এই বছরের জানুয়ারিতে ডেঙ্গু থেকে সেরে উঠলেও ভাইরাল জ্বরে বেশ ভুগেছেন তিনি। এবার মঞ্চে এভাবে অসুস্থ হয়ে পড়া বেশ চিন্তার ভাঁজ ফেলছে বিশালের অনুরাগীদের মনে। অভিনেতার ম্যানেজার হরি কৃষ্ণান জানান, বিশাল বেশ কিছুদিন ধরে জ্বর ও অতিরিক্ত ক্লান্তিতে ভুগছিলেন। তার ব্যস্ত সময়সূচি এবং খাবার না খাওয়ার কারণে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে পড়ে।
বর্তমানে জানা গেছে যে তামিল এই অভিনেতার অবস্থা স্থিতিশীল এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।