‘হেভি মেটালের গডফাদার’ কিংবদন্তি ওজি অসবর্ন আর নেই
হেভি মেটালের এক যুগের অবসান। কিংবদন্তি গায়ক, ব্ল্যাক সাবাথ ব্যান্ডের প্রাণ, ‘গডফাদার অব হেভি মেটাল’ ওজি অসবর্ন আর নেই। ৭৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।শিল্পীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ওজি পরিবারের সান্নিধ্যে ও ভালোবাসায় আবদ্ধ হয়ে আমাদের ছেড়ে গেছেন। এই সময়ে আমাদের গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি।’জন মাইকেল অসবর্ন—এটাই ছিল তার পুরো নাম। জন্ম ১৯৪৮ সালে, ইংল্যান্ডের বার্মিংহামে, এক...
সর্বাধিক ক্লিক