মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের সামনে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড এবং দেশজুড়ে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গতকাল শুক্রবার (১১ জুলাই) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের নিচ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ‘জুলাই ৩৬ স্কয়ার’, শিউলিমালা হল, পুরাতন প্রশাসনিক ভবন, নজরুল ভাস্কর্য ও লাইব্রেরির সামনে দিয়ে ঘুরে পুনরায় বিদ্রোহী হলের সামনে এসে প্রতিবাদী সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আমার ভাই মরল কেন, ইন্টারিম জবাব দে’, ‘খুন ধর্ষণ নিপীড়ন, রুখে দাও জনগণ’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’সহ নানা স্লোগানে উত্তাল হয় পুরো ক্যাম্পাস।
সমাবেশে আইন ও বিচার বিভাগের সাবেক শিক্ষার্থী রাজু শেখ বলেন, বিএনপির হাত ধরে বাংলাদেশ আবার প্রস্তর যুগে ফিরেছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে নাটকীয়ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইন্টারিম সরকারকে মনে করিয়ে দিতে চাই, আপনারা সন্ত্রাস নির্মূল করতে ক্ষমতায় এসেছেন। বিচার না হলে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো।
ফোকলোর বিভাগের শিক্ষার্থী ঐশ্বর্য সরকার বলেন, এটি নিছক কোনো খুন নয়, এটি রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। আগের ঘটনার সঠিক তদন্ত হলে আজ আমাদের রাস্তায় নামতে হতো না। আমরা চাই দৃষ্টান্তমূলক বিচার, যাতে সমাজে আর কেউ এমন কাজ করার সাহস না পায়।
গত ৯ জুলাই পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যা করা হয়। ১১ জুলাই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।