ময়মনসিংহে ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

দেশের সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর চলমান কম্বাইন্ড একাডেমিক সিস্টেম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি)’ পুনঃস্থাপন এবং কলেজগুলোকে স্বতন্ত্রভাবে পরিচালনার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এই দাবিতে আজ বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে রহমতপুর বাইপাস এলাকায় ঢাকা-মুক্তাগাছা সড়কসহ তিনমুখী সড়কে ব্যারিকেড দিয়ে অবস্থান নেন।
ফলে ঢাকা থেকে মুক্তাগাছা হয়ে জামালপুরগামী এবং অন্যান্য সড়কের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রীদের তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে। বাস-ট্রাকসহ দূরপাল্লার বিভিন্ন যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছেন এবং ব্যারিকেড তুলে নিতে আহ্বান জানান।
এর আগে, ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে ২০ মে থেকে ময়মনসিংহ, ফরিদপুর ও বরিশাল সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন শুরু করেন। ঈদের পর ১৪ জুন কলেজ খোলার পরও তারা ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করেননি। সর্বশেষ ২৪ জুন থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে রেখেছেন।