গামিনির নতুন ঠিকানা রাজশাহী

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের লো স্কোরিং পিচের কারিগর গামনি ডি সিলভা। শ্রীলঙ্কার এই কিউরেটরের সুবাদে মিরপরের পিচ পরিচিতি পেয়েছে ধানক্ষেত হিসেবে। প্রতিটি সিরিজের পরেই মিরপুরের উইকেটের সঙ্গে তাকে নিয়েও সমালোচনার সৃষ্টি হয়। চারিদিকে রব ওঠে, গামিনি হটাও! পুরোপুরি বাদ না দিলেও এবার সেই গামিনীকে ঢাকা থেকে বদলি করা হল রাজশাহীতে।
বিসিবির ন্যাশনাল কিউরেটর গামিনিকে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে পাঠানো হয়েছে। নিজ দেশে ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন তিনি। অপেক্ষা করছিলেন কাজের জন্য। এরপরই তাকে বদলি করা হল রাজশাহীতে। সেখানেই হয়তো এক বছরের চুক্তির মেয়াদ পূর্ণ করবেন তিনি।
২০১০ সাল থেকে বিসিবিতে কিউরেটরের কাজ করছেন গামিনি। ১৫ বছরের একক আধিপত্য চালিয়েছেন মিরপুর স্টেডিয়ামে। ধ্বংস করেছেন মিরপুরের পিচ। এমনকি ক্রিকেটার ও মাঠকর্মীদের সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। তবুও টিকে গেছেন ক্ষমতার ফাঁক-ফোকরে।
সর্বশেষ পাকিস্তান সিরিজে টি-টোয়েন্টির সংস্করণের জন্য মানহীন উইকেট বানিয়ে সমালোচনায় পড়েন গামিনিক। এরপর মিরপুর থেকে তাকে সরিয়ে টার্ফ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান হিসেবে আনা হয় অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিংকে। বর্তমানে মিরপুরে কাজ করছেন হেমিং।