ওয়ানডের আগে ধাক্কা খেল অস্ট্রেলিয়া, ছিটকে গেলেন তিনজন

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টিতে সিরিজ ব্যাটে-বলের লড়াইয়ে দারুণভাবে জমে উঠেছে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে প্রোটিয়ারা জমিয়ে তুলেছে সিরিজটা। ১-১ সমতায় থাকা সিরিজের অলিখিত ফাইনাল মাঠে গড়াবে ১৬ আগস্ট। এরপরই ওয়ানডে সিরিজ। এই সংস্করণের খেলা শুরুর আগেই দুঃসংবাদ পেয়েছে অসিরা। চোটের কারণে চিঠকে গেছেন তিন ক্রিকেটার।
চোটের কারণে ছিটকে গেছেন মিচেল ওয়েন, ল্যান্স মরিস ও ম্যাথু শর্ট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না তারা। তাদের পরিবর্তে দলে নেওয়া হয়েছে অ্যারন হার্ডি ও ম্যাট কুহনেমানকে।
ওয়েন তৃতীয় টি-টোয়েন্টির স্কোয়াডেও ছিলেন। কিন্তু দ্বিতীয় ম্যাচে কাগিসো রাবাদার বাউন্সারে হেলমেটে আঘাত পান। এরপর কনকাশন রীতিতে তাকে মাঠ ছাড়তে হয়। চিকিৎসকরা তাকে ১২ দিনের বাধ্যতামূলক বিশ্রাম দিয়েছেন। ফলে এই সিরিজে ওয়েনের ওয়ানডে অভিষেক দিয়ে আর হচ্ছে না।
পেসার ল্যান্স মরিস ভুগছেন পিঠের ব্যথায়। তিনি এর আগেও এই সমস্যায় পড়েন। চিকিৎসার জন্য তাকে পার্থে পাঠানো হয়েছে। এছাড়া ম্যাথু শর্ট এখনো সাইড স্ট্রেইনের চোট থেকে সেরে উঠতে পারেননি, যে কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে পড়েছেন এই ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তিনি চোট পেয়েছিলেন তিনি।
অ্যারন হার্ডি টি-টোয়েন্টি দলে আগেই ডাক পান শর্টের বদলি হিসেবে। এবার ওয়ানডে দলেও সুযোগ পেলেন। বাঁহাতি স্পিনার কুহনেমান ২০২২ সালে চারটি ওয়ানডে খেলেছেন। তার দলে জায়গা পাওয়া মানে অস্ট্রেলিয়া দুই স্পিনার জাম্পা ও কুহনেমান নিয়ে মাঠে নামতে পারে।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা ৫৩ রানে জয় পেয়ে সিরিজে সমতায় ফিরেছে। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ হবে ১৭ আগস্ট, কেয়ার্নসে। এরপর এই মাঠেই ওয়ানডে সিরিজ শুরু হবে ১৯ আগস্ট, বাকি দুটি ম্যাচ ২২ ও ২৪ আগস্ট ম্যাকেইতে।
অস্ট্রেলিয়ার নতুন ওয়ানডে দল
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, বেন দারউইশ, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, ম্যাট কুহনেমান, মার্নাস লাবুশেন, অ্যাডাম জাম্পা।