এশিয়া কাপে একই গ্রুপে থাকতে পারে ভারত-পাকিস্তান

এশিয়া কাপ নিয়ে জল যেভাবে ঘোলা হয়েছে, তা এখনও পরিষ্কার হয়নি। এর মধ্যে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা নিয়ে ভারতের আপত্তিতে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল। এসিসির সভঅপতি মহসিন নাকভি শেষ পর্যন্ত ঢাকাতেই সভা করেছেন। জানিয়েছেন, এশিয়া কাপ অনুষ্ঠিত হবে।
এদিকে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে জানিয়েছে, এশিয়া কাপে ভারত-পাকিস্তান একই গ্রুপে থাকার সম্ভাবনা বেশি। এখনও টুর্নামেন্টের সূচি ঘোষিত হয়নি। তবে, জল্পনা-কল্পনা থেমে নেই। সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি তাই জানাচ্ছে, ভারত-পাকিস্তানের অভিন্ন গ্রুপে থাকার কথা।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় আসন্ন এশিয়া কাপ আয়োজিত হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। সেক্ষেত্রে ভারত তাদের ম্যাচ খেলবে দুবাইয়ে। সবটাই অবশ্য ধারণায় সীমাবদ্ধ এখনও। এসিসির সভায় কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানানো হয়নি।
মহসিন নাকভি ইঙ্গিত দিয়ে রেখেছেন, যথাসময়ে টুর্নামেন্ট হওয়ার। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে এটি নিয়ে শিগগির আলোচনায় বসবেন নাকভি।

ভারত-পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এশিয়া কাপ নিয়ে গতবার জল কম ঘোলা হয়নি। এবার যুক্ত হয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতরে বৈরিতা। এমন পরিস্থিতিতে অনিশ্চয়তার মুখে পড়েছিল এশিয়া কাপের ভবিষ্যৎ।