অভিষেকেই ম্যাচসেরা শামসুন্নাহার
বাংলাদেশ নারী ফুটবল দলের নির্ভরযোগ্য দুজন খেলোয়াড় শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন। প্রথমবারের মতো দুজনই ভুটান লিগে খেলেতে গিয়েছেন। সেখানে রয়েল থিম্পু কলেজের হয়ে অভিষেকেই সাফল্যের দেখা পেয়েছেন এই দুই ফুটবলার। অভিষেকেই গোল করেছেন দুজনেই, ম্যাচসেরা হয়েছেন শামসুন্নাহার।
ভুটান লিগে রয়েল থিম্পু কলেজ ৪-০ গোলে হারিয়েছে উগেন একাডেমিকে। ম্যাচের প্রথম গোলটি এসেছে শামসুন্নাহারের পা থেকে। মাঝের দুটি গোল করেছেন ভুটানের দুই খেলোয়াড়। শেষ গোলটি করেছেন তহুরা।
রয়েল থিম্পু কলেজের হয়ে খেলতে ২১ জুলাই তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র ভুটানে পাড়ি জমান। এই দুজনসহ ভুটান লিগে ১২ জন বাংলাদেশের ফুটবলার আছেন। রয়েল থিম্পু কলেজ এএফসি নারী চ্যাম্পিয়নশিপে অংশ নেবে, সেখানে ক্লাবটির জার্সিতে দেখা যেতে পারে এই দুজনকে।
বাংলাদেশি দুই তারকাই জাতীয় দলের অন্যতম অংশ। দেশকে প্রথমবারের মতো এশিয়ান কাপে তোলার পেছনে দুজনেরই আছে বড় অবদান।