প্রগতির লাইফের শেয়ার দর ২০ টাকা বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি দর বেড়েছে প্রায় ২০ টাকা। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৬৪ কোটি ৪৩ লাখ টাকা। এতে সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার গেইনারের শীর্ষে উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে গত বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের প্রতি শেয়ারের সমাপনী দর দাঁড়ায় ১২৩ টাকা ৪০ পয়সা। আগের সপ্তাহের ৩১ জুলাই শেয়ার দর ছিল ১০৩ টাকা ৬০ পয়সা। এক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি দর বেড়েছে ১৯ টাকা ৮০ পয়সা টাকা। গত বৃহস্পতিবার মোট শেয়ারের মাধ্যমে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৪০১ কোটি ৬০ লাখ ৮৮ হাজার ৫৩৯ টাকা। আগের সপ্তাহের ৩১ জুলাই এই মূলধন ছিল ৩৩৭ কোটি ১৬ লাখ ৯১ হাজার ৮৩৭ টাকা। এক সপ্তাহের ব্যবধানে মোট শেয়ারের মাধ্যমে বাজারে মূলধন বেড়েছে ৬৪ কোটি ৪৩ লাখ ৯৬ হাজার ৭০২ টাকা।
শেয়ারটির দর বাড়া নিয়ে ইতোমধ্যে পুঁজিবাজারে নানা গুঞ্জন ওঠেছে, শেয়ার দরের এ ধরনের বৃদ্ধিকে স্বাভাবিকভাবে দেখছেন না কোম্পানিটির শেয়ার ধারন করা বিনিয়োগকারীরা। তারা বলছেন, গত ২০২৪ সমাপ্ত বছরে (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন যাচাই-বাছায়ের পর প্রগতি লাইফ ইন্স্যুরেন্স সম্প্রতি বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। লভ্যাংশ দেওয়াকে কেন্দ্র করে এক সপ্তাহে ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি দর ২০ টাকা বেড়েছে। একইসঙ্গে কোম্পানির মোট শেয়ারের মাধ্যমে মূলধন বেড়েছে ৬৪ কোটি ৪৩ লাখ টাকা, যা মানতে নারাজ। তাই কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ খতিয়ে দেখতে রেগুরেটরদের বিশেষ অনুরোধ করেন তারা (বিনিয়োগকারীরা)।
২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩২ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা। শেয়ার সংখ্যা তিন কোটি ২৫ লাখ ৪৫ হাজার ২৮৮টি। চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪০ দশমিক ৬২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২২ দশমিক ৬৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৬ দশমিক ৭০ শতাংশ শেয়ার রয়েছে।