ব্যাংক খাতের প্রভাবে উত্থান, সাড়ে ১১ মাসের মধ্যে সেরা লেনদেন

ব্যাংক খাতের শেয়ারের ওপর ভর করে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ১১শ কোটি টাকা ছাড়াল আজ রোববার (৩ আগস্ট)। গত ১১ মাস ১৯ দিন বা ২২৯ কার্যদিবস পর সেরা আজকের এই লেনদেন। এদিন ডিএসইর সব ধরনের সূচকের উত্থান হয়েছে। বিশেষ করে প্রধান সূচক ডিএসইএক্সে বড় উত্থান হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরে উত্থান হয়েছে। আগের কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে পাঁচ হাজার ১২১ কোটি টাকা।
ব্যাংক খাতের শেয়ারের ওপর ভর করে আজ বড় উত্থানে ফিরেছে ডিএসই। এদিন মোট লেনদেনের ২৫ শতাংশই ব্যাংক কোম্পানিগুলো করেছে। এদিন ভাল করেছে আইটি ও টেলিকম কোম্পানিগুলোও। শেয়ার কেনার চাপে ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৯২ পয়েন্ট। বেলা বাড়ার পর উত্থান গতি আরও বাড়ে। লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা ৩২ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ১০৬ পয়েন্ট। পরে সেই উত্থান গতি কিছুটা কমে। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স উত্থান হয় ৯২ দশমিক ৭৫ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৫৩৬ দশমিক ১৪ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ৩৬ দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৫০ দশমিক ৪৫ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ২২ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৯৩ দশমিক ৫৫ পয়েন্টে।
আজ রোববার লেনদেন হয়েছে এক হাজার ১১৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ৬৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার। এর আগে গত বছরের ১৪ আগস্ট লেনদেন হয়েছিল এক হাজার ২৪৩ কোটি ৯৮ লাখ টাকা। রোববার ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১৭ হাজার ৩৪৪ কোটি ৯২ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার মূলধন ছিল সাত লাখ ১২ হাজার ২২৩ কোটি ৪০ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২১৮টির এবং কমেছে ১২২টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৮টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে উত্তরা ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৪৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের ৩৮ কোটি ৯৯ লাখ টাকা, সিটি ব্যাংকের ৩৬ কোটি ৩৫ লাখ টাকা, স্কয়ার ফার্মার ২৮ কোটি ৬০ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ২৫ কোটি দুই লাখ টাকা এবং যমুনা ব্যাংকের ২৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্টের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক শূন্য ৯ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।