এনটিভির অনুষ্ঠানে যোগ দিতে মালয়েশিয়া যাচ্ছেন চিত্রনায়িকা শিমলা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সামসুন নাহার সিমলা দেশের প্রথম অটোমেশন-ভিত্তিক যুগোপযোগী বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি মালয়েশিয়ার আয়োজনে একটি বিশেষ প্রোগ্রামে যোগ দিতে মালয়েশিয়া যাচ্ছেন। আগামী রোববার (৩১ অগাস্ট) বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (বিএসএ ইউপিএম) আয়োজনে এনটিভি পিঠা উৎসবে যোগ দেবেন তিনি।
মালয়েশিয়া এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, আগামী ৩১ অগাস্ট রোববার এনটিভি পিঠা উৎসবের মালয়েশিয়া বসবাসরত নারী উদ্যোক্তাদের, স্টুডেন্ট, বাংলাদেশ কমিউনিটি নেতারা যোগ দেবেন। সেইসঙ্গে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন অভিনেত্রী।
১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ম্যাডাম ফুলি সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন সিমলা। প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।