তুরস্কে ভয়াবহ দাবানলে ১০ দমকলকর্মী নিহত

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের এসকিসেহির প্রদেশে ভয়াবহ দাবানল নেভাতে গিয়ে অন্তত ১০ জন দমকলকর্মী ও উদ্ধারকর্মী মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৪ জন। দেশটির মধ্য ও পশ্চিমাঞ্চলে তাপমাত্রা বাড়ার মধ্যেই এই দুঃখজনক ঘটনা ঘটল। খবর আলজাজিরার।তুরস্কের কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইয়ুমাকলি বুধবার (২৩ জুলাই) জানিয়েছেন, দিনের শুরুতে ২৪ জন দমকলকর্মী দাবানলে আটকা পড়েছিলেন। এদের মধ্যে পাঁচজন বনকর্মী ও পাঁচজন...