‘স্বাস্থ্য সচেতন ও মানবিক সমাজ গঠনে এনটিভির অগ্রযাত্রা অব্যাহত থাকুক’

সাংবাদিকতা পেশা একটি জাতির দর্পণ, যেখানে সত্য, মানবতা ও জনকল্যাণই হচ্ছে মূল দর্শন। দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি শুরু থেকেই দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশন করে আসছে, যা গণমানুষের বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছে। একইসঙ্গে রুচিশীল অনুষ্ঠান, বিশেষ করে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিয়ে নানা ভুল ধারণা, গুজব ও অপচিকিৎসার বিরুদ্ধে যেভাবে সচেতনতা তৈরি করে আসছে, তা সত্যিই প্রশংসনীয়।
আগামী দিনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা, চিকিৎসা, জনস্বাস্থ্য কার্যক্রম এবং চিকিৎসা-শিক্ষার অগ্রগতি সম্পর্কে সঠিক তথ্য ও সাফল্যগুলো প্রচারের মাধ্যমে এনটিভি সাধারণ জনগণকে আরও সচেতন করে তুলতে পারে।
একটি স্বাস্থ্য সচেতন, সুশৃঙ্খল ও মানবিক সমাজ গঠনে এনটিভির অগ্রযাত্রা অব্যাহত থাকুক— এটাই প্রত্যাশা করি।
প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এনটিভি পরিবারের সব কর্মকর্তা, কর্মচারি, সাংবাদিক ও দর্শকদের প্রতি শুভকামনা জানাই এবং তাদের সাফল্য, অগ্রগতি ও সুস্বাস্থ্য কামনা করি।
লেখক : উপাচার্য, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়