৪ ঘণ্টা পর রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু
চার ঘণ্টা পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। আজ রোববার (৩১ আগস্ট) সকালে নির্বাচনে নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে কোষাধ্যক্ষের কার্যালয় অবরোধ করে বিক্ষোভ করে শাখা ছাত্রদল।
শাখা ছাত্রদলের চলমান কর্মসূচির একপর্যায়ে রাকসুর কার্যালয়ে তালা দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে চার ঘণ্টা ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি হয়, এতে অন্তত চারজন আহত হয়েছেন। পরে শিক্ষার্থীরা কোষাধ্যক্ষের কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
ছাত্রদলের দেওয়া তালা ভেঙে শিক্ষার্থীরা রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে ঢুকে পড়ার পর অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ফলে ফের মনোনয়নপত্র বিতরণের কাজ শুরু করে নির্বাচন কমিশন। এরপর মনোনয়নপত্র নিতে ভিড় জমান ছাত্রশিবিরের প্যানেল, সাধারণ শিক্ষার্থী ও সমন্বয়করা।
এ বিষয়ে রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমান বলেন, মনোনয়নপত্র বিতরণ ফের শুরু হয়েছে। যারা মনোনয়নপত্র সংগ্রহ করতে আগ্রহী তাদের আজই সংগ্রহ করতে হবে।
এদিকে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে শাখা ছাত্রদল। এর আগে, দীর্ঘ সময় সাধারণ শিক্ষার্থী ও সমন্বয়কদের সঙ্গে মুখোমুখি অবস্থানের ফলে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। অন্যদিকে বহিরাগত ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় চটে যায় শিক্ষার্থীরা এবং একপর্যায়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে। বর্তমানে ছাত্রদলের নেতাকর্মীরা কোষাধ্যক্ষের কার্যালয়ের একপাশে অবস্থান করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।