প্রথম দিনে জাকসু ও হল সংসদের মনোনয়ন সংগ্রহ ১৩২ জনের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৩২ প্রার্থী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৪৬ এবং হল সংসদের জন্য ৮৬ প্রার্থী মনোয়নপত্র সংগ্রহ করেন।
আজ সোমবার (১৮ আগস্ট) বিকেল ৫টায় জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশেদুল আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে প্রক্টর অধ্যাপক এ কে এম রাশেদুল আলম বলেন, ‘জাকসুর মনোনয়ন ফরম সংগ্রহের প্রথম দিনে কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে ৪৬টি এবং বিশ্ববিদ্যালয়ের ২১টি হল সংসদের জন্য ৮৬টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত এ মনোয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। তবে জাতীয়তাবাদী ছাত্রদল জাবি শাখার পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা প্রদানের জন্য আমাদের দুদিন সময় বৃদ্ধির জন্য অনুরোধ করা হয়েছে। আজ রাতে জাকসু নির্বাচন কমিশনের মিটিংয়ে আমরা এ বিষয়ে আলোচনা করব।
গতকাল রোববার ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক এ কে এম রাশেদুল আলম বলেন, এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাজনক। এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে দিকে সব প্রার্থী ও সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের আচরণবিধি অনুসরণ করতে হবে। অন্যথায় তার প্রার্থিতা বাতিল হতে পারে।
সময় বৃদ্ধি করার জন্য আবেদন জমা দিতে এসে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন মোহাম্মদ বাবর এনটিভি অনলাইনকে বলেন, মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের জন্য নির্বাচন কমিশন মাত্র দুদিন সময় দিয়েছে। প্রার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীরা মনে করছে, এই সময় খুবই অপ্রতুল। কারণ বেতন জমা, লাইব্রেরি ক্লিয়ারেন্স, আইডি কার্ড সংক্রান্ত জটিলতার কারণে প্রয়োজনীয় কাগজপত্র স্বল্প সময়ে সম্পন্ন করা অনেকের পক্ষেই সম্ভব হয়নি। যেহেতু জাকসু একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট নির্বাচন—তাই আমরা মনে করি নির্বাচন কমিশন বিষয়টি বিবেচনা করে শিক্ষার্থীদের যথাযথ সুযোগ নিশ্চিত করতে ফরম সংগ্রহ ও জমাদানের সময় আরও দুদিন বৃদ্ধি করবে।
জাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী ১৮ আগস্ট সকাল ১০টা থেকে ১৯ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। সে অনুযায়ী আগামীকাল মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন।