ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ২৯ জুলাই

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ২৯ জুলাই। আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ রোববার (২০ জুলাই) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক জসীম উদ্দিন।
এর আগে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সভায় নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, ডিনস কমিটি, প্রভোস্ট কমিটি এবং সব ছাত্ররাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গত ১৬ জুন ডাকসুর জন্য ১০ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল।
অধ্যাপক জসীম উদ্দিন বলেন, ডাকসুর তফসিল ঘোষণা ২৯ জুলাই। এ সিদ্ধান্ত থেকে আমরা কোনোভাবেই পিছপা হব না। তফসিল ঘোষণার পর নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ধাপ যথাযথভাবে অনুসরণ করা হবে। এই প্রক্রিয়া শেষ করতে ৪০ থেকে ৪৫ দিন প্রয়োজন হবে। আমরা এর বাইরে যাব না।
আগামী ডাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয়-কেন্দ্রিক ছয়টি নিরপেক্ষ কেন্দ্রে হবে বলে সভায় জানানো হয়। কেন্দ্রগুলো হলো—
১. কার্জন হল : ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক হলের শিক্ষার্থীদের জন্য।
২. শারীরিক শিক্ষাকেন্দ্র : জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীদের জন্য।
৩. ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) : রোকেয়া হল, শামসুন নাহার হল ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীদের জন্য।
৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব : বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীদের জন্য।
৫. সিনেট ভবন : স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মহসীন হল ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের জন্য।
৬. উদয়ন স্কুল অ্যান্ড কলেজ : সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীদের জন্য।
সভায় আরও জানানো হয়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থীর মাস্টার্স পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, তারা আসন্ন ডাকসু বা হল ইউনিয়ন নির্বাচনে ভোটার বা প্রার্থী হওয়ার যোগ্য হবেন না।