জামালপুরে ৮ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি

জামালপুর জেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল চরম হতাশাজনক হয়েছে। জেলার আটটি স্কুল ও মাদ্রাসা থেকে অংশ নেওয়া মানবিক ও ভোকেশনাল শাখার ৮০ জনেরও বেশি পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। বিষয়টি নিয়ে এলাকায় চরম উদ্বেগ ও নানা আলোচনা চলছে।
জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, সদর উপজেলার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ে মানবিক শাখার ৮ জন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ উত্তীর্ণ হতে পারেনি।
মেলান্দহ উপজেলার কলাবাধা জুনিয়র গার্লস হাইস্কুলে মানবিক বিভাগের ১৬ জন পরীক্ষার্থী ও বানিয়াবাড়ী এম.এ মজিদ গার্লস হাইস্কুলের মানবিক বিভাগের ৮ জন পরীক্ষার্থীও সবাই অকৃতকার্য হয়েছে। সরুলিয়া আহম্মদিয়া বালিকা দাখিল মাদ্রাসা থেকে অংশ নেওয়া ১০ জন পরীক্ষার্থীও পাস করতে পারেনি।
সরিষাবাড়ী উপজেলার চাপারকোনা মনজিলা গার্লস হাইস্কুলের মানবিক শাখার ১০ জন পরীক্ষার্থী, বকশীগঞ্জ উপজেলার চন্দ্রাবাজ হোসনে আরা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ১ জন পরীক্ষার্থীও উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে।
মাদারগঞ্জ উপজেলায় চিত্র আরও হতাশাজনক। এখানে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করতে পারেনি। এর মধ্যে রাবেয়া রইস বালিকা ভোকেশনাল ইনস্টিটিউটের ৩ জন, নিশ্চিন্তপুর বালিকা দাখিল মাদ্রাসার ২ জন এবং কে.পি.এইচ আদর্শ উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল) থেকে ৩ জন পরীক্ষার্থী ছিল।
ফলাফলের বিষয়ে জানতে চাইলে কলাবাধা জুনিয়র গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মো. শাহীনুর ইসলাম মোবাইল ফোনে সবাই ফেল করেছে বলে নিশ্চিত করেন। তবে তিনি মিটিংয়ে আছেন জানিয়ে ফোন কেটে দেন।