এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

এসএসসির ফলাফল ১০ জুলাই
এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ থেকে ১২ জুলাইয়ের মধ্যে ফলাফল ঘোষণা হতে পারে।
আজ সোমবার (৭ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১০ এপ্রিল বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় ১৩ মে এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২২ মে।
এবার মোট পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। যা ২০২৪ সালের তুলনায় ৯৫ হাজার ২২২ জন কম। গতবছর এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।
সারা দেশে ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন।