শাবিপ্রবিতে ৮ পিএইচডি গবেষককে বৃত্তি প্রদান

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রিসার্চ সেন্টারের অধীনে ৮ জন পিএইচডি গবেষককে গবেষণা বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল রোববার (২৯ জুন) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘পিএইচডি স্কলারশিপ অ্যাওয়ার্ড অ্যান্ড লঞ্চিং অব এসআরসি ওয়েব অটোমেশন’ শীর্ষক অনুষ্ঠানে এ বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গবেষণা বৃত্তি প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দিন চৌধুরী। তিনি জানান, পিএইচডি গবেষকদের জন্য পূর্বে প্রতি মাসে ৬ হাজার টাকা বৃত্তি দেওয়া হতো, যা এবার বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে।
উপাচার্য বলেন, এ সিদ্ধান্ত গবেষকদের কর্মস্পৃহা বাড়াবে এবং গবেষণায় মানসম্পন্ন ফলাফল অর্জনে উৎসাহিত করবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষকদের কাজকে আরও সহজ করতে সাস্ট রিসার্চ সেন্টারের কার্যক্রমকে ডিজিটালাইজড করা হয়েছে। রোববার ‘এসআরসি ওয়েব অটোমেশন’ চালু করার মাধ্যমে আমরা গবেষণাক্ষেত্রে একটি নতুন অধ্যায় শুরু করলাম, যার সুফল খুব দ্রুতই দৃশ্যমান হবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, শিক্ষা ও গবেষণার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ধারাবাহিকভাবে কার্যকর উদ্যোগ নিচ্ছে। আগে গবেষণা বৃত্তির পরিমাণ ছিল খুবই সামান্য, যা এবার পাঁচগুণ বাড়ানো হয়েছে। ভবিষ্যতে এ বৃত্তির পরিমাণ আরও বাড়ানো হবে বলে আশা রাখি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ। সঞ্চালনা করেন রিসার্চ সেন্টারের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. আহমেদ কবির চৌধুরী, স্কুল অব লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন প্রমুখ।