জুলাইয়ের ১২ দিনে প্রবাসী আয় ১৩ হাজার কোটি টাকা

চলতি বছরের জুলাই মাসের প্রথম ১২ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১০৭ কোটি পাঁচ লাখ ১০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ১৩ হাজার ১৪ কোটি ১৯ লাখ টাকা (প্রতি ডলার ১২১ টাকা ৫৭ পয়সা হিসাবে)। আজ রোববার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন খান বলেন, জুলাই মাসের প্রথম ১২ দিনে প্রবাসী আয় এসেছে ১০৭ কোটি পাঁচ লাখ ১০ হাজার ডলার। আগের বছরের (২০২৪ সাল) জুলাই মাসের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৯৪ কোটি ৮০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১২ কোটি ২৫ লাখ ১০ হাজার ডলার বা ১২ দশমিক ৯২ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার ডলার। গত ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২৫২ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ডলার, মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার, এপ্রিলে ২৭৫ কোটি ২৩ লাখ ৩০ হাজার ডলার, মে মাসে ২৯৬ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ডলার এবং জুনে ২৮২ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার।