পতনপ্রবণ বাজারে বিনিয়োগকারীদের আগ্রহে মিউচুয়াল ফান্ড

দেশের শেয়ারবাজার বর্তমানে মূল্যসূচকের পতনপ্রবণতা দেখা যাচ্ছে। তবে এ সময়ে মিউচুয়াল ফান্ডের লেনদেন বেড়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববারও লেনদেনে সংখ্যার দিক থেকে এ খাত ইউনিটগুলো এগিয়েছে।
চলতি অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হবে বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস করেছে। তবে এতে বিনিয়োগকারীরা শেয়ারবাজারে বিনিয়োগে উৎসাহী হয়ে ওঠেননি। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ৭৩ শতাংশ সিকিউরিটির দরপতন হয়েছে।
বাজার-সংশ্লিষ্টদের মতে, অধিকাংশ বিনিয়োগকারী বিভিন্ন কোম্পানির চলতি প্রান্তিকের লাভ-লোকসান পর্যবেক্ষণ করে বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন। ফলে তাঁরা সতর্কতা অবলম্বন করছেন।
ডিএসইতে আজ ৩১৮টি কোম্পানির ১১ কোটি ৫৩ লাখ ৬৪ হাজার ৮৩৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৩৮ কোটি ৪৮ লাখ ৪১ হাজার ১৩৬ টাকা, যা আগের দিনের চেয়ে ২২ কোটি ২৯ লাখ টাকা কম। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ২৩৩টির ও অপরিবর্তিত ছিল ৩৪টির দাম।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ৫৩.২৩ পয়েন্ট কমে ৪৭২৮.১৩, ডিএস-৩০ মূল্যসূচক ২১.৩০ পয়েন্ট কমে ১৭৯৪.৭০ ও ডিএসইএস শরিয়াহ সূচক ১৩.৯৩ পয়েন্ট কমে ১১৩৫.৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। লেনদেন হয়েছে ৩৩ কোটি ৭৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। লেনদেন হওয়া ২৩৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত ছিল ২৩টির দাম।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, মোজাফ্ফর হোসেন স্পিনিং, গ্রামীণফোন, ফার কেমিক্যাল, স্কয়ার ফার্মা, ট্রাস্ট ব্যাংক, সাইফ পাওয়ার, আইডিএলসি ও বিএসআরএম লিমিটেড।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড-১, মোজাফ্ফর হোসেন স্পিনিং, খান ব্রাদার্স পিপি, ট্রাস্ট ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড, সোনালি আঁশ, যমুনা ব্যাংক, আইএফআইএল ইসলামী মিউচুয়াল ফান্ড-১, কর্ণফুলী ইন্স্যুরেন্স, আইসিবি এমপ্লয়িজ মিউচুয়াল ফান্ড-১ স্কিম ১ ও এশিয়ান টাইগার।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : মতিন স্পিনিং, মাইডাস ফাইন্যান্স, দুলা মিয়া কটন, ফাইন ফুডস, সিএনএ টেক্সটাইল, ইসলামী ইন্স্যুরেন্স, বিডি অটোকারস, তসরিফা ইন্ডাস্ট্রিজ, জিপিএইচ ইস্পাত ও নিটল ইন্স্যুরেন্স।