ব্যাংক খাতের শেয়ারের দামে ঊর্ধ্বগতি

দেশের দুই শেয়ারবাজারে আজ সূচক ও লেনদেন বেড়েছে। মূলত ব্যাংকিং খাতের শেয়ারের চাহিদা বাড়ায় সূচকে ঊর্ধ্বগামী প্রবণতা দেখা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার ব্যাংকিং খাতের ৩০টি কোম্পানির মধ্যে ২৫টির দাম বেড়েছে, কমেছে একটির ও অপরিবর্তিত ছিল চারটির দাম।
ডিএসইতে আজ ৩১৮টি কোম্পানির ১০ কোটি আট লাখ ৫৬ হাজার ৬৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩৮৪ কোটি ৬২ লাখ ১৭ হাজার ৮০৭ টাকা, যা আগের দিনের চেয়ে ৪৭ কোটি ৮১ লাখ টাকা বেশি। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত ছিল ৫০টির দাম।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ১৬.৯৯ পয়েন্ট বেড়ে ৪৮৩১.৬০, ডিএস-৩০ মূল্যসূচক ৫.৫৬ পয়েন্ট বেড়ে ১৮৪০.১৭ এবং ডিএসইএস শরিয়াহ সূচক দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ১১৭০.৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ২২ কোটি ৮১ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। লেনদেন বেড়েছে ৩২ লাখ ৬৮ হাজার টাকা। লেনদেন হওয়া ২২৮টি কোটি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত ছিল ৩৩টির দাম।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, ফার কেমিক্যাল, সাইফ পাওয়ার, আইডিএলসি, ইসলামী ব্যাংক, বিএসআরএম স্টিল ও লাফার্জ সুরমা সিমেন্ট।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : আইসিবি ১ম এনআরবি, গ্রীন ডেল্টা মি. ফা., আমান ফিডস, ব্র্যাক ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, বিএসআরএম লিমিটেড, সোনার বাংলা ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, সাফকো স্পিনিং ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : এক্সিম ১ম মিউচুয়াল ফান্ড, কে অ্যান্ড কিউ, জুট স্পিনার্স, জিলবাংলা সুগার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, মডার্ন ডায়িং, তাল্লু স্পিনিং, প্রাইম ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ও জিবিবি পাওয়ার।